|| সারাবেলা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ||
করোনায় কাজ হারানো আদিবাসী পরিবারগুলোকে খাদ্যসহায়তা দিয়েছে এসেডো-রাজশাহী ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ। শনিবার দুপুরে নাচোলের ১২০২টি আদিবাসী পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়। আগামীতেও আদিবাসীদের খাদ্যসহায়তার এই কার্যক্রম চালু থাকবে।
উপজেলার মুসলিমপুর গার্লস একাডেমি মাঠের এই আয়োজনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আমল ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খানসহ বিশিষ্টজনেরা।