নাচোলে অটোরিক্সা চালক হত্যায় মূল আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিক্সা চালক তাজিমুল হত্যাকান্ডের মূল আসামী হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে।ভোরে ঢাকার মিরপুর মডেল থানা এলাকা থেকে..

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ  ||

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিক্সা চালক তাজিমুল হত্যাকান্ডের মূল আসামী হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ২৩শে নভেম্বর ভোরে ঢাকার মিরপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান আজ সোমবার রাতে নাচোল থানায় গণমাধ্যম কর্মীদের এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ হত্যাকান্ডের সাথে হযরত আলী জড়িত এবং মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পুলিশ নিশ্চিত হয় এবং ঢাকা থেকে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।

তবে অন্য আর কেউ এ ঘটনার সাথে জড়িত আছে কিনা? তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে বলেও তিনি নিশ্চিত করেন। তবে অপর আসামী রুবেলকে আটকের বিষয়টি স্বীকার করলেও; কিভাবে সে থানা থেকে পালিয়ে গেছে এ বিষয়ে তার কিছুই জানা নেই বলেও তিনি জানান।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমান পাওয়া গেলে রুবেলকে গ্রেফতার করা হবে। পাশাপাশি এ হত্যাকান্ডের বিষয়ে আরও অধিক তদন্ত করা হচ্ছে বলেও তিনি ঘণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন