|| সারাবেলা প্রতিনিধি, নওগাঁ ||
নওগাঁ সদর উপজেলায় উজ্জ্বল হোসেন (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার ২৫শে জুলাই সকালে উপজেলার শিকারপুর এলাকায় একটি পাট ক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই এলাকার একটি ডিস লাইন প্রোভাইডার সার্ভিসে কাজ করতো সকালে শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের শুকুরের মোড় এলাকার একটি গভীর নলকূপের ঘরের পাশে পাটক্ষেতে তার গলাকাটা লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে উজ্জ্বলকে হত্যা করা হয়েছে। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।