|| সারাবেলা প্রতিনিধি, নওগাঁ ||
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। উপজেলার জলকার মোড় এলাকায় গতকাল শুক্রবার ২৩শে জুলাই রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র গতকাল শুক্রবার রাতে মোটরসাইকেলে করে মধইলবাজার থেকে নজিপুর পৌরসভা এলাকায় আসছিলেন। পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অলিত চন্দ্র নিহত হন। পরে স্থানীয়রা অলিতের ছোট ভাই সুভাষ চন্দ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান, লাশ দুটি উদ্ধারসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে লাশগুলো পাঠানো হয়েছে । এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা করা হয়েছে।