নওগাঁর ধামইরহাটে ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন প্রতিবেদন,ধামইরহাট, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ধামইরহাটে ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার বেলা ১১ টায় ধামইরহাট টেকনিক্যাল কলেজে প্রতিটি পরিবারের সদস্যদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি চাল, ১ কেজি করে আলু-লবন ও সাবান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। বিতরণকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল সালাম, মামুন রেজা প্রমুখ। একই ভাবে দৌলতপুর ও দক্ষিন কাদিপুর জয়বাংলা একতা ক্লাবের উদ্যোগে ১ শত কর্মহীন ও দুস্থ্য পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার ও ক্লাবের সভাপতি মো. রাসেল। এ সময়দৌলতপুর ও দক্ষিন কাদিপুর জয়বাংলা একতা ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে সারাদেশের ন্যায় ধামইরহাটে শ্যামলী পরিবহনের শ্রমিক-কর্মচারীদের চাল,ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন শ্যামলী’র ধামইরহাট কাউন্টারের ম্যানেজার আলতাব হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন