ধামইরহাটে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

|| সারাবেলা প্রতিনিধি, ধামইরহাট ||

বন্ধুদের নিয়ে খেলাধুলার করবার সময় ভিমরুলের কামড়ে নওগাঁর ধামইরহাটে শামীম নামে  তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে শিশুটির পরিবার বলেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলায় আমাইতাড়া গ্রামে তিন বছরের শিশু শামীমকে আনুমানিক ২৫ থেকে ৩০ টি ভিমরুল কামড় দিলে শিশু শামিম গুরুতর অসুস্থ হয়।

তারপর তাকে ধামইরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জয়পুরহাট জেলা হাসপাতালে রাত সাড়ে দশটায় নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু শামীমকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল বেলা কয়েকজন শিশু তাদের গ্রামে খেলাধুলা করছিল। হঠাৎ তারা তালগাছে ভিমরুলের চাকে ঢিল ছুড়লে দুইজন শিশুসহ আশেপাশে ১০ থেকে ১২ জনকে এসে কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে উদ্ধার করে ধামইরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

ধামইরহাট হাসপাতালের আরএমও ডাক্তার আরাফার ইমাম বলেন, শিশু শামীমকে তার পরিবার সন্ধ্যে সাড়ে সাতটায় হসপিটালে নিয়ে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে রেফার্ড করি। বাকিরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ।

একমাত্র পুত্র শামীমকে হারিয়ে পিতা হারুন ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েন। তবে এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি বলে জানানো হয়। শুক্রবার সকাল সাড়ে দশটায় পারিবারিক গোরস্থানে শামীমকে কবর দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন