|| অনলাইন প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী) ||
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় খাদ্যসহায়তা ও নগদ টাকা পাচ্ছেন আরো ৬ হাজার ৬০০ পরিবার। এদের জন্য খাদ্যসহায়তা ছাড়াও সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬ হাজার ৬০০ নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়া নগদ সাড়ে তিন লাখ টাকাও পাবেন তারা। সেইসঙ্গে শিশুদের জন্য তরল দুধ, বিস্কুট, চিপস, ড্রাইকেক সহ বিভিন্ন খাদ্য সামগ্রীও দেওয়া হবে পর্যায়ক্রমে।
বৃহস্পতিবার এই ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান। শুক্রবার থেকে ত্রাণ সহায়তা বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে প্রত্যেকের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিচ্ছেন।
উপজেলা নির্বাহি অফিসার মহসীন মৃধা জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সেইসঙ্গে জনসাধারণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতেও নির্দেশ দেয়া হয়। ছুটির মেয়াদ বাড়তে থাকায় দিন মজুর, রিক্সা-ভ্যান চালক ও নিম্নআয়ের মানুষ পড়েছেন খাদ্যসংকটে।
উপজেলার নিম্ন আয়ের এসব মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে তৃতীয় দফায় সরকারি সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ চাল ও নগদ অর্থ দেওয়া হচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারি ত্রাণ সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।#