দুর্গাপুরে সরকারি বিধি অমান্যে জরিমানা দিলেন আ.লীগ নেতা

|| অনলাইন প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী) ||
রাজশাহীর দুর্গাপুরে সরকারি আদেশ অমান্য করে হাট বসানোয় ইজারাদার কমিটির সভাপতি কবিরুল ইসলাম আনিসকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমগাছী বাজারে গিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিকুল ইসলাম।
দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে উপজেলার সকল হাট বাজার বন্ধ রাখার আদেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আদেশ অমান্য করে বৃহস্পতিবার আমগাছী বাজারে সাপ্তাহিক হাট বসান ইজারাদার কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস।
আমগাছী বাজারে গিয়ে হাট বসানোর খবরের সত্যতা পেয়ে তাৎক্ষনিক সংক্রামক রোগ প্রতিরোধ নিরোধ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ ধারায় আওয়ামী লীগ নেতা আনিসকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা পরিশোধ করেন আওয়ামী লীগ নেতা আনিস।
কোয়ারেন্টাইন না মানায় আটক একজন
এদিকে ঢাকা থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন না মানায় ৩৫ বছর বয়সী মাহাতাব উদ্দিনকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা এ আদেশ দেন। প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকা মাহতাবের বাড়ি উপজেলার বেলঘরিয়া গ্রামে। সে ওই গ্রামের তামেজ উদ্দিনের ছেলেন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন