|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
চিকিৎসকদের মানবিক সহায়তা সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ঝাওপাড়ার হতদরিদ্র প্রতিবন্ধী হাসমত আলীকে দোকানের জন্য ২০ হাজার টাকা পুঁজি সহায়তা ও গোপিনাথপুরের প্রতিবন্ধী শিশু রতনকে চলাচলের জন্য হুইল চেয়ার দিয়েছে।
রোববার সকালে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে তাদের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়।
এসময় শাহজাদপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোরশেদুর রহমান মাসুদ, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম সওদাগর, নাজমুল হক, সাংবাদিক মারুফা মির্জা, ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম, ব্যবসায়ী মোক্তার হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা সামগ্রী হস্তান্তরের পর বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
সহায়তা পেয়ে দুই প্রতিবন্ধী কৃতজ্ঞতা জানিয়েছেন ডু সামথিং ফাউন্ডেশনের প্রতি।