ত্রাণের চাল আত্মসাতে সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম। ভুয়া মাস্টাররোলে বিতরণ দেখিয়ে এই চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সরকারি চাল আত্মসাৎ করে আসছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাকে বুধবার ১৫ই এপ্রিল সাময়িক বরখাস্ত করে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস সংকট মোকাবেলায় দু:স্থদের জন্য দেওয়া সরকারী চাল ভুয়া মাস্টাররোলে বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারায় উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়ছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন