।। সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ।।
সিরাজগঞ্জের তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের খিরশীন গ্রামের এক পরিত্যাক্ত বাসা থেকে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে ওই বাড়ির ভেরত থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ওই লাশের সন্ধান পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠায়।
জানা গেছে, মৃত ব্যক্তি হেলাল উদ্দিনের বাড়ি বগুড়া জেলার ধুনটে। ১০ বছর আগে আরংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামর্থ খাতুনকে বিয়ে করে শ্বশুর বাড়ীতেই থেকে যায়। কিছুদিন সংসার করার পরে তাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়।
পরে আবারও একই গ্রামে হাশেমের মেয়ে হামিদা খাতুনের সাথে বিয়ে হয় হেলালের। তার সাথে কিছু দিন সংসার করলে তাদের দুজনের মধ্যেও ছাড়াছাড়ি হলে শালিসী বৈঠকের মাধ্যেমে তাকে দেশের বাড়ি পাঠিয়ে ছিলেন গ্রামের প্রধানগণ।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, খরব পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।