|| সারাবেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ||
ঠাকুরগাঁওয়ে নেশা করে বাড়িতে ফিরে লোহার রড দিয়ে পিটিয়ে ছয় মাসের অন্ত:সত্বা স্ত্রী পারভিন আক্তারের দুই হাত ও দুই পা ভেঙে দিয়েছে তার স্বামী নুর ইসলাম।
শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত নুর ইসলামকে আটক করেছে পুলিশ।
আহত পারভিন আক্তার (২৪) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। আটক নুর ইসলাম (৩২) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকার দারাজ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, ৮ মাস আগে নুর ইসলামের সঙ্গে পারভিন আক্তারের বিয়ে হয়। বর্তমানে তিনি ছয় মাসের অন্ত:সত্ত্বা। বৃহস্পতিবার বাবার বাড়ি গিয়েছিলেন পারভিন। শুক্রবার বিকালে স্বামীর বাড়ি ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পর তার স্বামী নুর ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পারভিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে স্ত্রীকে চড়থাপ্পড় দেয় নুর ইসলাম। একপর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে পারভিনের দুই হাত ও দুই পা ভেঙে দেয় সে।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় পারভিন আক্তারকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পারভিন বলেন, আমার স্বামী লোহার রড দিয়ে পিটিয়ে আমার দুই হাত ও দুই পা ভেঙে দিয়েছে। আমি এর বিচার চাই।
হাসপাতালের চিকিৎসক সাকিব ইবনে আব্দুল্লাহ বলেন, পারভিনের দুই হাত ও দুই পা ভেঙে দেয়া হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে পারভিন আক্তারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং চিকিৎসার জন্য তাকে আর্থিক সহায়তা দেয়া হয়। এছাড়া নুর ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।