|| সারাবেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ||
ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মারপিট ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী সাব্বির আহাম্মেদ শিশির (২৩)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার রাতে তাকে শহরের গোবিন্দনগর পলিটেকনিক ইন্সটিটিউটের সামন থেকে গ্রেফতার করা হয়। সাব্বির সহ এ মামলায় মোট আসামী গ্রেফতার হলো ৪ জন।
গ্রেফতার হওয়া সাব্বির শহরের গোবিন্দনগর বাগানবাড়ী এলাকার সুলতান আলীর ছেলে।
এর আগে পৌরসভার গোবিন্দনগর মন্দিরপাড়া গ্রামের আগষ্টিং তিক্কার ছেলে সুভাষ তিক্কা (৩০), একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাহিদ (৩০) ও জলেশ্বরী তলা গ্রামের আঃ সাত্তারের ছেলে আফজাল হোসেন (৪০)কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়।
উল্লেখ্য যে, গত ১৫ই আগস্ট ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মারপিট করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ৪ জনসহ মোট ১৪ জনের নামোল্লেখ করে দায়েরকৃত এ মামলায় অজ্ঞাতনামা ও ৪/৫ জনকেও আসামী করা হয়।