|| সারাবেলা সংবাদদাতা, আক্কেলপুর(জয়পুরহাট) ||
জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দূর্ঘটনায় দুখা চাকি (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে এবং নিহতের ছেলে ভ্যান চালক সুধির চাকি(৩৬) গুরুত্বর আহত হয়েছে।
বুধবার ভোরে আক্কেলপুর-ক্ষেতলাল সড়কের পূর্ণগোপীনাথপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মিন্ত্রী চাকির ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত কৃষক দুখা চাকি তার ছেলে সুধির চাকিকে নিয়ে ভ্যান যোগে আক্কেলপুর বাজারে সবজি (বেগুন) বিক্রয়ের জন্য আসছিল। এসময় অজ্ঞাত যানের ধাক্কায় কৃষক দুখা চাকি (৬০) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত কৃষকের ছেলে সুধীর চাকি গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আক্কেলপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজল সরকার দুখা চাকিকে মৃত ঘোষনা করেন এবং তার ছেলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল লতিফ খাঁন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।