জয়পুরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জয়পুরহাটে পারিবারিক কলহের জের ধরে সুবর্ণা সরকার (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক স্বামী হৃদয় সরকার (২৪) কে আটক করেছে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে পারিবারিক কলহের জের ধরে সুবর্ণা সরকার (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক স্বামী হৃদয় সরকার (২৪) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টায় হৃদয় সরকারকে তার নিজ বাড়ী থেকে পুলিশ আটক করা হয়। আটককৃত হৃদয় সরকার সদর উপজেলার জামালপুর বেড়াইল গ্রামের সুভাষ চন্দ্র সরকারে ছেলে। তাদের ৯ মাসের শিশু কন্যা রয়েছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, হৃদয় সরকার দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদকসহ নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই তিনি তার স্ত্রী সুবর্ণা সরকারকে মারধর করতেন। বুধবার রাতে খাবারের আগে ডিম ভেজে দেওয়াকে কলহ সৃষ্টি হয়। পরে রাত ৩-৪টার মধ্যে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রার্থমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক হৃদয় স্বীকার করেছে।

নিহত সুবর্ণার বাবা রতন চন্দ্র সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের পর সন্ধ্যায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন