জয়পুরহাটে মাদকসেবী ও জুয়াড়ীসহ আটক ১৭

জয়পুরহাটে ১৪ জন মাদকসেবী ও ৩ জন জুয়াড়ীসহ ১৭ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেলে সদর উপজেলার বুজরুক ভারুনিয়া, খঞ্জনপুর এবং জামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে ১৪ জন মাদকসেবী ও ৩ জন জুয়াড়ীসহ ১৭ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেলে সদর উপজেলার বুজরুক ভারুনিয়া, খঞ্জনপুর এবং জামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক সেবনকারীরা হলেন, এনামুল হক (৪৩), ওয়ারেছ আলী (৩৫), মোঃ শহীদ (২৪), আরিফ হোসেন (২৮), দেলোয়ার হোসেন (৪০), জামাল মন্ডল (৫০), শামীম হোসেন (৪০), মামুনুর রশিদ (৩৫), মনসুর মন্ডল (৪০), শহিদুল ইসলাম (৩৫), মমিনুল ইসলাম (৪০), গোলাম রব্বানী (৪৬), মনসুর রহমান (২৫), মাসুদুর রহমান (৪৪) এবং জুয়া খেলা অবস্থায় জাহিদুল ইসলাম (৩০), মনির হোসেন (২৫) ও মোঃ কাজেম (৩৫) কে আটক করা হয়েছে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি এম.এম মোহাইমেনুর রশিদ জানান, ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম আলাপাতাসহ ১৪ জন মাদকসেবী ও এক বান্ডিল তাস, জুয়া খেলার নগদ ১ হাজার ৭’শ ৬৫ টাকা সহ ৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন