জয়পুরহাটে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ দুই সন্ত্রাসী গ্রেফতার

জয়পুরহাটে সন্ত্রাসী গ্রুপ ‘কাঁদামাটি’ এর সক্রিয় সদস্য শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস (৩৪) ও তার সহযোগি রাব্বী হাসান ওরফে অভি (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে সন্ত্রাসী গ্রুপ ‘কাঁদামাটি’ এর সক্রিয় সদস্য শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস (৩৪) ও তার সহযোগি রাব্বী হাসান ওরফে অভি (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেবা কুমার দাস শহরের সাহেবপাড়া এলাকার স্বপন কুমার দাসের ছেলে এবং রাব্বী হাসান শহরের বুলুপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এএসপি এম.এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী গ্রুপ কাঁদামাটি এর সক্রিয় সদস্য হিসেবে অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপসহ অপহরণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধমূলক কার্যক্রম করে আসছিল সেবা কুমার। এসব অপরাধমূলক কার্যক্রম করায় শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সেবা কুমার দাসের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, মাদক ও বালুমহল দখলসহ প্রায় দশটি মামলা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন