জয়পুরহাটে বিএনপির ২৩ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাটে গোপন বৈঠক করার সময় জেলা বিএনপি’র আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ ২৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে গোপন বৈঠক করার সময় জেলা বিএনপি’র আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ ২৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাট সরকারি কলেজ (জসক) ছাত্রদল শাখার আহবায়ক সহ ৫ জন ও বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বাটার মোড় এলাকায় জেলা বিএনপি আহবায়কের পুরাতন বাড়ির অফিস থেকে ১৮ জন, মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান জানান, গোপন বৈঠকে পুলিশের উপরে হামলা ও নাশকতা করার পরিকল্পনার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ শামছুল আলম, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, সদস্য অধ্যাপক আমিনুর ইসলাম বকুল, আনিছুর তালুকদার, মওদুদ, সোহেল তালুকদার, তাজউদ্দিন তালুকদার সহ ১৮ জন বিএনপি’র নেতাকর্মী ও মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জসক ছাত্রদল শাখার আহবায়ক রেজাউল করিম রেজা সহ ৫জন মোট ২৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, বিএনপি সূত্র ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান জানান, আসছে কালাই পৌরসভা নির্বাচনে পৌর ও উপজেলা বিএনপি’র মতবিনিময় ও প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলোচনার জন্য জেলা বিএনপি’র আহবায়কের বাড়িতে আলোচনার সময় পুলিশ আকর্ষিকভাবে অভিযান চালিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে। তাদের নিঃ শর্ত মুক্তি ও তীব্র নিন্দা জানাচ্ছি।

সংবাদ সারাদিন