|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে খড় বোঝাই মিনি ট্রাকের ধাক্কায় মোঃ আসিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার কোমরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আসিফ ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামের নাসির মন্ডলের ছেলে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক মানিক মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও প্রতেক্ষ্যদর্শীরা জানান, শিশু আসিফ নানীর সঙ্গে ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী অটোরিক্সায় করে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের তার খালার বাড়ি থেকে ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়িতে ফিরছিল। পথে কোমরগ্রাম এলাকায় পেছন দিক থেকে খড় বোঝাই একটি মিনি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিক্সা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, নিহত শিশুর লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্তÍতি চলছে। দুর্ঘটনার পর ট্রাকটির চালককে গ্রেফতার করা হয়েছে।