জয়পুরহাটে জুয়াড়ি ও মাদকসেবীসহ গ্রেফতার ১৪

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট  ||

জয়পুরহাটে ১১জন জুয়াড়ি ও ৩জন মাদকসেবী সহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে সদর উপজেলার কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়াড়িরা হলেন, নওগাঁর জাহানপুর এলাকার লক্ষন দেবনাথ (৩২), জয়পুরহাট সদরের ঈশ্বরপুর (রিফুজিপাড়া) এলাকার অরুপ কুমার (৩৩), সাকিব হোসেন (২১ আল মামুন (২০), লিমন হোসেন (২০) ও সিট হেলাকুন্ডা এলাকার কামরুল হাসান (২৭), জহুরুল হক (৫৪), শাহিনুর ইসলাম (৩৪), জাকারিয়া ইসলাম (৩০), নুর আলম (৪৫), আশিক আহমেদ (২৫) এবং মাদকসেবীরা হলেন, সদরের বামনপুর সতিশ পাড়া এলাকার ফরিদ মন্ডল (৪৫), মামুনুর রশিদ (৪৫), স্বাধন চন্দ্র বর্মন (৩৩)।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, বিশেষ অভিযান পরিচালনায় সদর উপজেলার ঈশ্বরপুর গ্রামস্থ খাত্তা পাড়া, সিট হেলাকুন্ডা এলাকা থেকে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সদর উপজেলার পাগলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় জুয়া আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সারাদিন