জয়পুরহাটে করোনা সচেতনায় সাইকেল র‌্যালী

জয়পুরহাটে ‘ফিট থাকো দুরন্ত বাইূসাইকেলে. গন পরিবহন পরিহার করি সকলে মিলে সুস্থ্য থাকি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে করোনা সচেতনামূলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে ‘ফিট থাকো দুরন্ত বাইূসাইকেলে. গন পরিবহন পরিহার করি সকলে মিলে সুস্থ্য থাকি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে করোনা সচেতনামূলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল শহরের এসপি মোড়ে জয়পুরহাট সাইক্লিস্ট সংগঠনের আয়োজনে জেলা রোভার স্কাউটের সহযোগিতায় র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এ সময় বক্তব্য প্রদান করেন জেলা স্কাউটের সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম সাজু, করোনা যুদ্ধে আমরা সংগঠনের সমন্বয়ক আ.স.ম তিতাস, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম, সাইক্লিস্ট গ্রুপের সভাপতি সারতাজ সাহাদাত, জেলা সিনিয়র রোভার মেট সালেউর রহমান সজিব, সাইক্লিস্ট নোমান, নয়ন প্রমুখ।

করোনা মহামারী রোধে নিজেকেসহ সবাইকে সুস্থ্য রাখার লক্ষ্যে এই সাইকেল র‌্যালীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী অংশ নেন। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন