|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে ৮টি আদিবাসী সংগঠনের অংশগ্রহনে ফুটবল টুর্নামেন্ট অুনষ্ঠিত হয়েছে। সদর উপজেলার নুরপুর আদিবাসী জুনিয়ার ক্লাবের আয়োজনে শুক্রবার সকাল ৮টা থেকে দিনব্যাপি এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট শেষে সন্ধ্যায় চাম্পিয়ান ও রানার্স আপ দলকে বড়-ছোট্ট খাসিসহ সেরা খেলোয়ারদের নগদ অর্থ পুরস্কৃত করা হয়।
এসময় নুরপুর আদিবাসী জুনিয়ন ক্লাবের সভাপতি প্রদীপ টপ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ নেতা হায়দার আলী মন্ডল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মুন্না পারভেজ মৃধা, গ্রামীন ব্যাংকের সহকারি ম্যানেজার আলম উরাঁও।
টুর্নামেন্টে ২/১ গোলে জেলা সদরের পালি আদিবাসী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হন চকমহন স্পোর্টিং ক্লাব।