জয়পুরহাটে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জয়পুরহাটে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে জহুরুল ইসলাম (৩৭) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে অপর এক আসামী জাহিদুল ইসলাম (৩৬) কে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে জহুরুল ইসলাম (৩৭) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে অপর এক আসামী জাহিদুল ইসলাম (৩৬) কে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

রোববার দুপুরের পর আসামীর অনুপস্থিতে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন।

এ সময় তিনি আসামীকে মামলার বাদীকে এক লক্ষ টাকা জরিমানা দেওয়ারও আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জহুরুল ক্ষেতলাল উপজেলার বানাইচ আলীপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ মে বিকেলে ক্ষেতলাল উপজেলার বানাইচ আলীপুর গ্রামের ১২ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে ওই গ্রামের জহুরুল ইসলাম। অপহরণের পর তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদী হয়ে দুই জনকে আসামী করে ১৪ মে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক খালাসপ্রাপ্ত এক আসামীর উপস্থিতিতে, অপর এক আসামীর অনুপস্থিতে যাবজ্জীবন ও এক লক্ষ টাকার জরিমানার আদেশ দেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সারাদিন