জনপ্রশাসন পদক পেলো ‘টিম নওগাঁ’

|| সারাবেলা প্রতিনিধি, নওগাঁ ||

জেলা পর্যায়ে দলগত শ্রেণীতে জনপ্রশাসন পদক পেলো ‘টিম নওগাঁ’। স্থানীয় উদ্যোগে যুব সম্প্রদায়ের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আধুনিক মানের সুইমিংপুল, জিমনেসিয়াম ও মিনি লাইব্রেরি স্থাপনের জন্য এই পদক প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক ২০২০-২১ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই পুরস্কার তুলে দেন।

জেলা প্রশাসন কারর‌্যলয় সূত্রে যানা গেছে, এই প্রকল্পের মূল উদ্যোক্তা ছিলেন নওগাঁর সাবেক জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।প্রকল্পের টিমে ছিলেন নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও নওগাঁ সদরের সাবেক ইউএনও আবদুল্লাহ আল মামুন। তাদের প্রত্যেককে সন্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদ অনুভূতি ব্যক্ত করে বলেন, স্থানীয়ভাবে যারা এ উদ্যোগে সহযোগিতা করেছেন এবং সমর্থন জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে ‘টিম নওগাঁ’র এই সাফল্যকে নওগাঁ বাসীর প্রতি উৎসর্গ করেছেন সাবেক জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

সংবাদ সারাদিন