|| সারাবেলা প্রতিনিধি, রাজশাহী ||
রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড়ে পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে আদর নামের এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত আদর নগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়া এলাকার মৃত গোফুর হোসেনের ছেলে। সোমবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম দর্পন ও বাপ্পারাজ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় ছয়জনের নামোল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভেড়িপাড়া মোড়ে পান-সিগারেটের দোকান আছে আদরের। সোমবার রাত ১২টায় কয়েকজন দুর্বৃত্ত ওই দোকানে হামলা চালায়। তারা আদরকে মারপিট ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় আদরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, নিহত আদর রহমানের ভেড়িপাড়া এলাকায় পান-সিগারেটের ব্যবসা ছিল। ওই দোকানে বাকি খায় বখাটে কয়েক যুবক। সে টাকা চাওয়ায় তারা ক্ষুব্ধ হয়। এরপর সোমবার রাতে আদর রহমান দোকান থেকে বাড়ি ফেরার সময় বখাটেরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চেলছে।