চুরি যাওয়া মাইক্রোবাস সহ ২ ডাকাত আটক

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য সহ ঢাকায় চুরি যাওয়া একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২রা জুন দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া মাইক্রোবাস সহ এ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। আটকৃতরা নওগাঁ জেলার পারনওগাঁ গ্রামের আব্দুর রশিদের ছেলে হাসান (৩৮) ও বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার চদিবর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুস সলাম (৩৫)। উদ্ধারকৃত মাইক্রবাসের নম্বর ঢাকা মেট্রো-চ-৫২-০১৬২ ।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঢাকায় চুরি যাওয়া মাইক্রবাসটি নিয়ে আন্তজেলা ডাকাত দল জেলার হাটিকুমরুল এলাকায় অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যের বিত্তিতে মঙ্গলবার দুপুরে ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে ।

সসা/এসএম/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন