|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের সয়দাবাদে চালভর্তি ট্রাক হতে ৪০১ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম (৩৬) বগুড়ার গাবতলী থানার তিন্নিরহাট কালাইহাটা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম. এম. এইচ ইমরান জানান, দিনাজপুর হতে ঢাকার গামী একটি ফেন্সিডিলের চালান পাচার হচ্ছে, এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার সকালে র্যাব সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ পূর্নবাসন এলাকায় চেক পোষ্ট স্থাপন করে। এ সময়ে ঢাকা অভিমুখী চাল বোঝাই একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিল সহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তখন ট্রাকটিকে জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।