|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রশিদ (৪৫) নামে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার দোগাছী মুজাহিদপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, প্রতিদিনের মতো রোববার ভোরে চার শিশু শিক্ষার্থী নুরানী মাদরাসায় পড়তে যায়। মাদরাসা ছুটি শেষে ওই চার শিশুকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে শিক্ষক আব্দুর রশিদ যৌন নিপীড়ন করেন।
এসময় শিশুরা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং সেখান থেকে শিক্ষক আব্দুর রশিদ দ্রুত পালিয়ে যান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর ওই চার শিশুর অভিভাবকদের পক্ষে মনোয়ারা বেগম নামে একজন অভিভাবক জয়পুরহাট থানায় অভিযোগ দায়ের করেন।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, চার শিশু শিক্ষার্থীর পক্ষে একজন অভিভাবক থানায় অভিযোগ দিলে রোববার সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত করা হয় এবং রাতে অভিযান চালিয়ে মুজাহিদপুর এলাকার নিজ বাড়ি থেকে মাদরাসার শিক্ষক আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) আসামী আব্দুর রশিদকে আদালতে পাঠানো হয়েছে ।