চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো শ্যামপুরের গোপালনগর এলাকার হযরত আলীর ছেলে সাইফুল..

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো শ্যামপুরের গোপালনগর এলাকার হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম বকুল (৪০)।

প্রত্যক্ষদশীরা জানায়, আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় শিবগঞ্জগামী সিএনজি ও শিবগঞ্জ হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী ধান বোঝাই ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে নিহত সাইফুল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত সাইফুলকে জরুরী বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে, রাজশাহী মেডিকেল হাসপাতালে উদ্দেশে রেফার্ড করা হয়। অতঃপর  যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন