চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি প্রদান

বারিকবাজায় এলাকায় ধান বোঝায় ভটভটি উল্টে নিহত ও আহত ১৪ কৃষি শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারিকবাজায় এলাকায় ধান বোঝায় ভটভটি উল্টে নিহত ও আহত ১৪ কৃষি শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে একটি সমাবেশ ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মরকলিপি প্রদান করা হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এ্যাড. আবু হাসিব এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলার বাম গণতান্তিক দলের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ইসরাইল হক সেন্টু, জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবিরসহ অন্যরা।

বক্তারা বলেন, এই দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এখন পুরো অসহায় হয়ে পড়েছে। আর কারো স্ত্রী গর্ভবতী আবার কারো মা বিধবা হয়েছে। আর বাকি যারা আহত হয়েছে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। অসহায় পরিবারগুলোর ক্ষতিপূরণ দাবি করেন।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সকালে নওগাঁর পত্নীতলা থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকায় ধান বোঝায় ভটভটি উল্টে ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়। আর আহত ৫ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন