||সারাবেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ভুটভুটি উল্টে পানিতে পড়ে ৯ কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আরও আহত ৫ জন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর বারিকবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় আরও ৫ কৃষক আহত হয়েছে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু , একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজামুল হক ও তার ছেলে মিঠুন , মো কাবিল উদ্দিনের ছেলে মোঃ কারিম , আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান, আজিমুল হকের ছেলে আহাদ আলী ও হযরত আলীর ছেলে আব্দুল লতিফ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নওগা জেলার নেয়ামতপুর এলাকার বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১৪ জন কৃষক ভুটভুটিতে করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙ্গাব্রীজে এলাকায় ভুটভুটিটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৮ কৃষক মারা যায়।পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজন কৃষকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং আহত ৫ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার মোঃ ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান নিয়ে ১৪ জন কৃষক ভুটভুটিতে করে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাবিক আল রাব্বি নিহতের পরিবারের খোজ খবর নেয়ার পরে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করেন।
স্থানীয়রা জানান, বাকিরবাজার ভাঙ্গাব্রাজি এলাকার এই রাস্তাটির দুই ধারে পুকুর থাকায় রাস্তাটি ছোট হয়ে দুই পাশ দেবে যায়। এজন্য আজকের দুর্ঘটনার মুল কারণ হয়ে পড়ে। আর এঘটনায় ৯ জনের প্রাণ বা নিহত হয়। তারা আরো জানান, এ রাস্তার জন্য চেয়ারম্যান আতিকুল ইসলামকে বার বার বলেও কোন কাজ হয়। স্থানীয় চেয়ারম্যানের গাফতির জন্য এঘটনা ঘটে। স্থানীয়দের দাবি রাস্তাটির দুই পাশের মাটি দিয়ে ভোটার করলে এ ঘটনা ঘটবে।