|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের ইসলামাবাদ শেখ হাসিনা ব্রীজের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গবার ১০ই আগস্ট দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামাবাদ শেখ হাসিনা ব্রীজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতুব্যক্তি হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত কেবলাম হোসেনের ছেলে বাবু হোসেন (৩৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, বাবু গতকাল (৯ আগস্ট) রাত আনুমানিক ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে। আজ সকালে ইসলামাবাদ শেখ হাসিনার ব্রীজের পাশে এক ব্যক্তি মরদেহ দেখতে পেয়ে পুলিশ খরব দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, মরদেহের মাথা আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবুকে ইট দিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।