চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয় বাচ্চা দুইটির মা রিপা পালও। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

।। সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ।।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয় বাচ্চা দুইটির মা রিপা পালও। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার ১৭ আগস্ট দুপুরে জেলা সদরের বারঘরিয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত ওই দুই শিশু পালপাড়ার পরিমল পালের ছেলে পার্থপাল (১০) ও প্রত্যয় পাল (৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) মিন্টু রহমান জানান,ঘরের ভেতর টেবিল ফ্যানের সংযোগ দেওয়ার সময় লুজ কানেকশন থেকে বিদ্যুৎতায়িত হলে প্রথমে পার্থ বিদ্যুৎতায়িত হয়। এ সময় ভাইকে বাঁচাতে ছোট ভাই প্রত্যয় এগিয়ে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ সময় তাদের চিৎকারে শিশু দুটির মা রিপা পাল এগিয়ে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রিপা পাল। তিনি আরও জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন