|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের হরিনগর সোনামসজিদ সড়কে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের ৭ মাসের মেয়ে সিদ্দীকা ও অপর ৭ বছরের মেয়ে নাফিজা।
সোমবার ২৬শে জুলাই দুপুর সাড়ে ১২ দিকে শিবগঞ্জ উপজেলার হরিনগর পিঠতলা সড়কে এ ঘটনা ঘটে। নিহত নারী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সাহেদ আহমেদের স্ত্রী নাসিমা আক্তার (৪০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসন বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক হরিনগর এলাকার পিঠতলা সোনামসজিদ সড়কে বিপরীত দিকে আসা একটি অটোরিক্সাকে সরাসরি ধাক্কা দেয়। ট্রাকটি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সার রড় নাসিমার গলায় ঢুকে গেলে ঘটনাস্থলে নিহত হয় সে।
এঘটনায় নিহতের ৭ মাস বয়সি সিদ্দীকা ও ৭ বছরের নাফিজা আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরণ করেন। ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।