চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউনেও মানুষের চলাফেরা

চাঁপাইনবাবগঞ্জে সার্বত্মক লকডাউনের ৬ষ্ঠ দিনে সাধারণ মানুষ, রিক্সা, অটোরিক্সাসহ সবধরনের যানবহন চোখের মতো। সকাল থেকেই শহর ও শহরের

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

চাঁপাইনবাবগঞ্জে সার্বত্মক লকডাউনের ৬ষ্ঠ দিনে সাধারণ মানুষ, রিক্সা, অটোরিক্সাসহ সবধরনের যানবহন চোখের মতো। সকাল থেকেই শহর ও শহরের বাইরের বিভিন্নস্থানে চেকপোষ্ট বসিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও কেউ মানছে না। তবে দুরপাল্লার বাশ এই জেলা থেকে ছেড়ে যায়নি এবং জেলায় প্রবেশও করেনি। তবে পণ্যবাহী ট্রাক চলাচল করছে। 

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৫৭ শতাংশ। লকডাউনের বিষয় জানতে চাইলে তিনি আরো জানান, লকডাউনের বিষয়টি জেলা প্রশাসক জানাতে পারবে। তবে ৩-৪ দিন পরে জানা যাবে করোনায় পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। 

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, কঠোর লকডাউনে বিধি নিষেধ না মানায় ১২টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৬৫ জনকে জরিমানা করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৬৭৩ জন। আর করোনায় মারা গেছে ৩২ জন।

সম্প্রতি জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে জেলায় সর্বাত্মক ৭ দিনের কঠোর লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন।

সংবাদ সারাদিন