|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
করোনার কারনে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার দিনমজুর ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন একটি শিল্প প্রতিষ্ঠান।
বুধবার দুপুরে নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে গ্রামীন ট্রাভেলস’র আয়োজনে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় ৩ হাজার পরিবারের মাঝে চাল, তেল, সেমাই, চিনি ও গুড়োদুধ বিতরণ করেন গ্রামীন ট্রাভেলস’র চেয়ারম্যান মোখলেসুর রহমান। এর আগে প্রতিষ্ঠানটি পুরো পৌর এলাকায় ১২ হাজার দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সহ-সভাপতি আব্দুল জলিল ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।