|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
প্রভাবশালী মহলের হামলা, মামলা, নির্যাতন, জমি থেকে উচ্ছেদ ও পুকুর দখল এবং পুলিশী হয়রানির প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের রাজোয়াড় আদিবাসীরা। নির্যাতিত টংপাড়া গ্রামের রাজোয়াড় আদিবাসীরা শনিবার ১৮ই জুলাই দুপুরে জেলার নচোল-আমনুরা সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে টংপাড়ায় প্রতিবাদ সমাবেশ করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, শতবছর ধরে নাচোলের টংপাড়ায় খাস জমিতে বসবাস করে আসছে রাজোয়াড় সম্প্রদায়ের আদিবাসীরা। কিন্তু একটি জালিয়াত চক্র সেখান থেকে তাদের উচ্ছেদে দীর্ঘদিন ধরেই নানা ষড়যন্ত্র, হামলা, মামলা, নির্যাতন, শ্লীলতাহানি এবং পুকুর দখলের চেষ্টা চালিয়ে আসছে।
রাজোয়াড় আদিবাসীদের বিরুদ্ধে করা ১৭টি মামলাকে মিথ্যা দাবি করে এগুলোর সুষ্ঠ তদন্ত ও দ্রুত প্রতিবেদন দাখিলের দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
বক্তারা বলেন, চলতি বছরের ২৩শে মে কাঞ্চনা রাজোয়াড়কে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। ২৫শে জুন আদিবাসী নেতা বিশ্বনাথ মাহাতো ও বঙ্গপাল সর্দারের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এসব ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ জানানো হয় সমাবেশে।
এসব ঘটনা যারা ঘটাচ্ছে সেই টি ইসলাম গংদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিলে, আরো বড় পরিসরে আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো, আদিবাসী গবেষক মাযহারুল ইসলাম, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল ও বঙ্গপাল সরদার।