|| অনলাইন প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুন রাত সাড়ে ১০ টার দিকে করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পরিবারের কাছে আসে।
পারিবাবিক সূত্রে জানান যায়, গত ২২ জুন সংসদের ৯০ জন সংসদ সদস্যদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩৩৮ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। পরিবারের অন্য সদস্যদের করোনা উপসর্গ থাকায় করোনা টেস্টের জন্য স্যাম্পল দিয়েছেন এবং সকলেই ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সাংসদ জেসি বর্তমানের সংসদ ভবনের ন্যাম ভবনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।।