||অনলাইন প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চাঁদা দাবি করার সময় এক ভূয়া এনএসআইকে আটক করেছে এনএসআই সদস্যরা।
রোববার ৫ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে শিবগঞ্জ পৌরসভার ভেতর থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বেনীচক গ্রামের মৃত জোবদুল হকের ছেলে জয়নুল আবেদিন(২৬)।
এনএসআই’র উপ-পরিচালক মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিবগঞ্জ পৌরসভায় চাঁদাবাজি করতে গিয়ে পৌর মেয়র কারিবুল হক রাজিনকে হুমকি দেয়। পৌর মেয়র রাজিনের সংবাদ পেয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দ সংস্থারর (এনএসআই) উপ-পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন ও জাহিদ গিয়ে ভূয়া এনএসআই জয়নুলকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় গোপনীয় প্রতারনা ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়।