|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র মুক্তিসংগ্রাম করে আমাদের স্বাধীনতা এসেছে। তিনি বাংলার মানুষকে গাছের মতোই ছায়া আর পরম মমতায় আগলে রাখতেন। তবে তার জন্য কাল হয়েছিল পরাজিত পাকিস্তানী শাসকদের এদেশীয় দোসররা। তারাই তাকে সপরিবারে খুন করেছিল পঁচাত্তরের কালরাতে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক আয়োজনে এসব কথা বলেন বক্তারা।
তারা বলেন, যখন তিনি স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছেন, ঠিক তখনই ১৫ই আগষ্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করা হয়। তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি সবুজ সোনার বাংলা গড়তে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি মুজিব বর্ষে ঘোষনা দিয়ে সবাইকে বলেছেন, ৩টি করে গাছ লাগাতে।
রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের সোনাতনী উচ্চ বিদ্যালয় চত্তরে মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে দেশ ব্যাপী বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচির অংশ হিসেবে এলাকাবাসীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।
এসময় সোনাতনী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল কায়েস মিঞার সভাপতিত্বে স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আবুল মুনসুর মিঞা জুয়েল, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, রফিকুল ইসলাম বাবলা, মোস্তাক আহমেদ, এ্যাড. মামুনুর রশিদ লিয়াকত, আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা কামরুল ইসলাম হিরক, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ কাজল, আলামিন হোসেন, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুনাম, শেখ রাসেল, বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সবুজ বৃক্ষ, নির্মল পরিবেশ এই নিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ। এই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নত, সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। এখন আমাদের সবার চেষ্টাই হবে পৃথিবীতে মাথা উচুঁ করে দাঁড়ানো। মুক্তিযদ্ধের চেতনা নিয়ে অগ্রসর বাংলাদেশ আর কখনো পিছিয়ে যাবেনা। এরপর অতিথিরা কৈজুরী ইউনিয়নের কয়েকটি স্থানে গাছের চারা রোপন ও বিতরন করেন।