খাবারের মান নিয়ে প্রশ্ন করায় পেটানো হলো হাসপাতাল কর্মকর্তাকে

|| অনলাইন প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) ||

খাবারের মান নিয়ে ‘প্রশ্ন তোলায়’ ঠিকাদারদের হাতে লাঞ্ছিত হলেন সিরাজগঞ্জের তাড়াশ ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চারজন। মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুপুরে হাসপাতালের বাবুর্চি শফিকুল ইসলাম খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স আব্দুর রাজ্জাক ট্রেডার্সের লোকের কাছ থেকে সরকারি তালিকা অনুযায়ী মানসম্মত খাবার বুঝে নিতে গেলেই বাধে বিপত্তি।

দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঠিকাদারের লোক গোলাম মোস্তফা ও বাহাদুর আলী রান্না ঘরে থাকা খড়ি দিয়ে শফিকুলকে মারধর করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডা. জামাল মিয়া সেখানে গিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করেন। তাকেও লাঞ্ছিত করে ঠিকাদারের লোকজন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া সংবাদ সারাবেলাকে বলেন, খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রথমে হাসপাতালের বাবুর্চি শফিকুলকে রান্নার খড়ি দিয়ে পেটায় ঠিকাদারের লোকজন। এ সময় আমি সেখানে গিয়ে প্রতিবাদ করলে তারা আমাকেও মারধর করে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে আমার সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স আব্দুর রাজ্জাক ট্রেডাসের মালিক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি এ মুহূর্তে শহরের বাহিরে অবস্থান করছি। শুনেছি খাবার সরবরাহ করা নিয়ে আমার লোকজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

এদিকে ঘটানার পরপরই সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ও সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম হাসপাতালে গেছেন। এবং বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেন তারা।

বৈঠক শেষে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, এরকম ঘটনা অবশ্যই কাম্য নয়। আমরা দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন