কলেজ শিক্ষার্থিকে খুঁটিতে বেঁধে রাখায় বিকাশ এজেন্ট গ্রেফতার

‘গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের টাকা তোলা নিয়ে বিকাশ এজেন্টের মালিক সোহানের সাথে ওই কলেজ শিক্ষার্থীর ঝামেলা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী বিকাশের দোকান থেকে চলেও যান। পরে সোহান ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে দোকানের খুটির সাথে বেঁধে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

বিকাশের টাকা তোলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর বাজারে এক কলেজ শিক্ষার্থীকে খুটিতে নির্যাতন করায় স্থানীয় বিকাশ এজেন্ট মালিক আশিকুর রহমান সোহানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে মল্লিকপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

লাঞ্ছিত শিক্ষার্থী

শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল উদ্দীন সরদার। গ্রেফতার আশিকুর রহমান সোহান চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে ওসি বাবুল উদ্দীন সরদার জানান, ‘গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের টাকা তোলা নিয়ে বিকাশ এজেন্টের মালিক সোহানের সাথে ওই কলেজ শিক্ষার্থীর ঝামেলা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী বিকাশের দোকান থেকে চলেও যান। পরে সোহান ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে দোকানের খুটির সাথে বেঁধে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুক্রবার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।’

ওসি আরও জানান, এ ঘটনায় নাচোল থানায় শিক্ষার্থী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন