করোনা পরীক্ষায় দূর্গাপুরের দু'জনের নেগেটিভ ফল

অনলাইন প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে করোনা সন্দেহে আরো একজনের নমুনা পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, যার নমুনা সংগ্রহ করা হয়েছে তিনি উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে মোট ৫ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে গত রোববার উপজেলার মাড়িয়া ইউনিয়নের যে দু’জনের নমুনা রামেক হাসপাতালে পাঠানো হয়েিছল তাদের নেগেটিভ ফল এসেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কিসমত গণকৈড় ইউনিয়নের বড়ইল গ্রামের একজন গেল কয়েকদিন ধরেই জ্বর, মাথা ব্যথা ও সর্দি-কাশিতে ভুগছিল। খবর পেয়ে বুধবার দুপুরে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। সেইসঙ্গে তাকেসহ তার পরিবারকে হোমকোয়ারান্টাইনে থাকার নিদের্শনা দেয়া হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, গত রোববার উপজেলার মাড়িয়া ইউনিয়নের যে দু’জনের নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছিল পরীক্ষায় তাদের করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। মঙ্গলবার ঝালুকা ইউনিয়নের যে দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার জানা যাবে। এছাড়া নতুন করে আরো একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ৫ জনের নমুনা সংগ্রহ করা হল।
তিনি আরো জানান, জনমনে আতঙ্ক দূর করতে গত রোববার থেকে মেডিকেল টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করছে এবং সেগুলো পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন