|| সারাবেলা প্রতিবেদক, নওগাঁ ||
করোনায় ভিটামিন সি’র কদরটা বেশ। আর সেই সি ভিটামিনটা লেবুতে যতটা অন্য কিছুতে না ততটা মেলে না। তাইতো করোনার শুরু থেকেই লেবুর দাম যেন কমছেই না। তার ওপর শুরু হয়েছে রোজা। যেদেনেও লেবুর চাহিদা অন্য যে কোন সময়ের থেকেও বেশী।
লেবুর এই চড়া বাজারে ক্রেতাদের পকেট ছোট হলেও চাষীরা বেজায় খুশি। জেলার বদলগাছি উপজেলার কাষ্টডোব গ্রামের মো. মোবারক আলী। এবারে লেবু লাগিয়েছিলেন ৫কাঠা জমিতে। গেল ৬ মাসে লাখ টাকার লেবু বিক্রি করেছেন। করোনা আর রোজায় আরও ২ লাখ টাকার লেবু বিক্রির আশা করেছন তিনি।
তিনি সাড়ে ৩ বছর আগে নিজের ৫ কাঠা জমিতে লেবুর বাগান করেন। শুরুতে মাত্র ৩৫টি সরবতী লেবুর গাছ দিয়ে শুরু করেন। এখন লেবুর ভারে নুইয়ে পড়েছে সব গাছ। মাসে লেবু তুলছেন তিন থেকে ৬ হাজার। প্রতি লেবু ৫ টাকা করে মাসে বিক্রি করছেন ৩০ হাজার টাকায়। পাইকাররা সরাসরি বাগানে এসে লেবু কিনে নিয়ে যান। তাই বাজারে নিয়ে গিয়ে বিক্রির ঝামেলা নেই তার।
![](https://i0.wp.com/www.sangbadsarabela.com/wp-content/uploads/2020/05/Lemon-01.jpg?resize=593%2C395&ssl=1)
মোবারক আলী জানান, তার বাগানে এখনও প্রায় ৫০ হাজার লেবু রয়েছে। যা থেকে আরও লাখ দুই টাকা পাওয়া যাবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এসব লেবু বিক্রি করা যাবে বলে আশা করেছেন মোবারক আলী। শুধু মোবারক আলীই নন, গ্রামের আবু সাঈদ, সুবল চন্দ্র, নৃপেন চন্দ্রসহ আরও অনেক লেবু চাষি কিছুটা বেশীই লাভের মুখ দেখছেন।
নওগাঁ’র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, করোনাদুর্যোগ আর রোজা মিলিয়ে লেবুর চাহিদা বেড়েছে গেল যে কোন সময়ের থেকে বেশী। দামও মিলছে আগের চেয়ে বেশী। #