করোনায় বৃত্তির টাকা নিয়ে মানুষের পাশে দুই স্কুলছাত্র

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:  কুষ্টিয়া ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তকী তাহসীন ধ্রুব ও তকী তাহমীদ দীপ্ত তাদেরপ্রাপ্ত বৃত্তির টাকা  অসহায় মানুষদের জন্য তুলে দিলেন  ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের হাতে। 

আজ ২০মে  নির্বাহী অফিসার সোহেল মারুফের হাতে বৃত্তির টাকা তুলে দিলেন তারা দুইজনই ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এর পুত্র। তকী তাহসীন ধ্রুব ও তকী তাহমীদ দীপ্ত তাদের এই বৃত্তির টাকা ভেড়ামারা উপজেলা পরিষদের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রদান করেন।

করোনা ভাইরাসের কারনে যখন মানুষ চরম দুঃসময় পার করছে ঠিক তখনই তকী তাহসীন ধ্রুব ও তকী তাহমীদ দীপ্ত তাদের বৃত্তির টাকা ভেড়ামারা উপজেলা পরিষদের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রদান করায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান পিপুল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, তারা জীবনে সাফল্য লাভ করবে ও মানব সেবায় নিয়োজিত থাকবে বলে প্রত্যাশা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন