|| অনলাইন প্রতিনিধি, বেলকুচি(সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের মামলায় শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নুরুজ্জামান মোল্লা (৪৫) ২ নম্বর মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক। তার বাড়ি এনায়েতপুর।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও ধর্ষিতার পরিবার বলছে, এনায়েতপুরের মন্ডলপাড়া গ্রামের গরীব নুরুল হকের মেয়ে ঐ স্কুলের ৫ম শ্রেণীতে পড়তো। গত কয়েক মাস আগে স্কুলে সকলের অগোচরে ওই শিক্ষার্থীকে শিক্ষক নুরুজ্জামান ধর্ষন করে। বিষয়টি হঠাৎ জানাজানি হওয়ায় শনিবার ৩০শে মে দুপুরে এনায়েতপুর থানায় মেয়েটির বাবা অভিযোগ দায়ের করেন।
এরপরই থানার এসআই আবু দারেজ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন।
এদিকে আটকের আগে শিক্ষক নুরুজ্জামান জানিয়েছেন, ধর্ষনের সঙ্গে আমি জড়িত না। পরিকল্পিতভাবে একটি মহল ষড়যন্ত্র করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে না পেরে এই বদনাম রটাচ্ছে। যথাযথ তদন্ত করলে এর প্রমান পাওয়া যাবে।
সসা/এসএম/এসএম/এসকে