একরাতে দুই বাড়ীতে সিঁধ কেটে গরু চুরি

চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মুল্য ৫ লক্ষাধিক টাকা। এলাকাবাসীর ধারণা, চুরি যাওয়া গরুগুলো মিনি পিক-আপ ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে

|| সারাবেলা প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ) ||

নওগাঁর মহাদেবপুরে একই রাতে দুটি গোয়াল ঘরের সিঁধ কেটে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার খাজুর গ্রামের আলাউদ্দিন মিস্ত্রির বাড়ীর গোয়াল ঘরের সিঁধ কেটে ৩টি এবং পাশ্ববর্তী আব্দুর রহমান সরকারের বাড়ীর গোয়াল ঘরের সিঁধ কেটে ৪টি গরু চুরি হয়েছে। রাতে কোনো এক সময় সংঘবদ্ধ গরু চোরের দল দুটি বাড়ীর গোয়াল ঘরের মাটির দেয়াল কেটে এসব গরু চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্থদের অভিযোগ, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মুল্য ৫ লক্ষাধিক টাকা। এলাকাবাসীর ধারণা, চুরি যাওয়া গরুগুলো মিনি পিক-আপ ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে বুধবার সকালে পাশ্ববর্তী পতœীতলা উপজেলার শিবপুর বাজার এলাকায় মালিক বিহিন ১টি গরু দেখতে পেয়ে এলাকাবাসী আটকে রাখে। এ খবর পেয়ে খাজুর গ্রামের আব্দুর রহমান সরকার ওই গরুটি তার দাবী করে বাড়ী নিয়ে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন