ইলিশে ভরপুর সিরাজগঞ্জের মাছের বাজার

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ায় দেশের বাজারগুলো এখন ইলিশের ভরপুর। গত কয়েক বছরের মধ্যে দাম নাগালের মধ্যে হওয়াতে ক্রেতারাও হুমড়ি খেয়ে ইলিশ কিনছে। সাধারণ মানুষও এবার প্রাণভরে নিতে পারছে ইলিশের স্বাদ। তবে দিন যতই যাচ্ছে, ততই সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে সুস্বাদু এই মাছের দাম।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ায় দেশের বাজারগুলো এখন ইলিশের ভরপুর। গত কয়েক বছরের মধ্যে দাম নাগালের মধ্যে হওয়াতে ক্রেতারাও হুমড়ি খেয়ে ইলিশ কিনছে। সাধারণ মানুষও এবার প্রাণভরে নিতে পারছে ইলিশের স্বাদ। তবে দিন যতই যাচ্ছে, ততই সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে সুস্বাদু এই মাছের দাম। 

সিরাজগঞ্জ শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে যে, বাজারে ১ কেজি থেকে ১কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০-৯০০ টাকা করে বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের  ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা করে। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা করে। 

ক্রেতা মোস্তফা রহমানের সাথে কথা বললে তিনি জানান, বাজার থেকে ১ কেজির বেশি ওজনের ইলিশ মাছ  কিনছি।  আগের তুলনায় দাম একটু কম। তবে  বাজারে ইলিশ মাছের আমদানি অনেক বাড়লেও সে তুলনায় দাম খুব বেশি কমেনি বলেও অভিযোগ করেন তিনি।

বড় বাজারে এক মাছ ব্যবসায়ীরা জানায় , জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় বাজারে আমদানিও বেড়েছে। ফলে দাম কমেছে। এতে বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে হাতের নাগালে।

শহরের মেছুয়া বাজারে গিয়ে দেখা গেছে, মাছের আড়তে ৮০ শতাংশ মাছ ব্যবসায়ীর কাছে শুধুই ইলিশ। যারা অন্য সময়ে অন্য মাছ বিক্রি করত, তারাও এখন ইলিশ বিক্রি করছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন