অনলাইন প্রতিনিধি, ইবি
করোনাভা্ইরাস সংক্রমণ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি ঘোষণামত ১৪ই এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে গঠন করা হয়েছে করোনা প্রতিরোধে সেল। সেলের আহ্বায়ক প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণের তত্ত্বাবধানে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিনামূল্যে মাস্ক, জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।
সোমবার ৬্ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রেজিষ্ট্রার বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারি সিদ্ধান্তের আলোকে ১৮ই মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও হল ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পরে ২১শে মার্চ সিন্ডিকেটের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ২২শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত অফিসও বন্ধ ঘোষণা করা হয়। পরে ৩১শে মার্চ থেকে ৯ই এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এখন এই ছুটি ১৪ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।
তবে এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলসহ জরুরি সেবা কার্যক্রম আগের মতই চালু থাকবে এবং নিরাপত্তা কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। করোনা যে কোন প্রয়োজনে ইবি করোনা প্রতিরোধ সেল এর সঙ্গে এই ০১৭২৭-৩০০১১৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।#