আদমশুমারীতে অন্তর্ভূক্তি চায় চাঁপাইনবাবগঞ্জের দলিতরা

একবিংশ শতাব্দির এই যুগে শুধু জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে দেশের দলিত ও বঞ্চিত এই জনগোষ্ঠির প্রতি বৈষম্য চলে আসছে। কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির পক্ষে সরকারের নীতিমালা থাকা উচিত। এছাড়া এই গোষ্ঠির জন্য টেকসই অভিষ্ট লক্ষ্যের আলোকে একটি জাতীয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা করাও দরকার।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

আসছে বছরের আদমশুমারীতে নিজেদের অন্তর্ভূক্তির দাবিতে আন্দোলনে নেমেছে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে এই দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামী মহারাজ্জী, মো. সাজেমান আলী, সভাপতি বক্ষ্রনাথ ঠাকুর বারমা, সদস্য বিসুকা রানী দাস, সঞ্চিতা দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একবিংশ শতাব্দির এই যুগে শুধু জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে দেশের দলিত ও বঞ্চিত এই জনগোষ্ঠির প্রতি বৈষম্য চলে আসছে। কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির পক্ষে সরকারের নীতিমালা থাকা উচিত। এছাড়া এই গোষ্ঠির জন্য টেকসই অভিষ্ট লক্ষ্যের আলোকে একটি জাতীয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা করাও দরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন